+8801309108787        
Photo

অধ্যক্ষের বানী

মোঃ আলমগীর হোসাইন

অধ্যক্ষ

সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার জন্য যিনি আমাকে ঐশী জ্ঞানে সমৃদ্ধ দ্বীনি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার সুযোগ দান করেছেন। দূরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদ (সঃ) এর প্রতি যিনি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। রুহের মাগফিরাত কামনা করছি তাদের যারা এ পর্যন্ত এ প্রতিষ্ঠানের খেদমত করে পরকালে পাড়ি জমিয়েছেন।

সবজাননেসা মহিলা কামিল (এমএ) মাদ্রাসা- ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আবাসিক ও অনাবাসিক আদর্শ উচ্চতর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান । আমাদের দেশের দ্বিমুখী শিক্ষাব্যবস্থার প্রেক্ষাপটে ইসলাম ও সাধারণ শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে আদর্শ নারী জাতী গঠনে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আল্লাহ আমাদের সহায় হউক। আমিন।